আসছে ২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন দিদিয়ের দেশম। আর তার স্থলাভিষিক্ত হতে ইতোমধ্যে প্রাথমিক চুক্তি করে ফেলেছেন জিনেদিন জিদান। এমন খবর জানিয়েছেন বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিও রোমানো।
আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ফ্রান্সের সংবাদমাধ্যম আগেই জানিয়েছিল চুক্তির কথা, এবার সে পালে হাওয়া দিলেন রোমানো। এর আগে, ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত দু’দফায় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন জিদান। কোচিং করিয়েছেন বেল-বেনজেমা-রোনালদোর মতো তারকা ত্রয়ীকে। তাই ফ্রান্সের তরুণ এই তারকা দলের দায়িত্বে মানিয়ে নিতে সমস্যা হওয়ার কথা না জিদানের।
১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ের নায়ক রিয়ালের কোচ হিসেবে জিতেছেন টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এছাড়া দুইটি লা লিগাসহ সল্প সময়ের কোচিং ক্যারিয়ারে ঝুলিতে ভরেছেন মোট ১১টি শিরোপা।
এসএস/এসএন