সময়ের সঙ্গে সঙ্গে নিজের জীবনদর্শন আর অভিজ্ঞতার কথা সংক্ষিপ্ত অথচ গভীর ভাষায় তুলে ধরতে ভালোবাসেন শাহরুখ খান। এবারও তেমনই একটি ভাবনার উক্তিতে আলোচনায় বলিউডের বাদশা। মানুষের আচরণ, নেতিবাচকতা আর ব্যক্তিগত শান্তি নিয়ে তাঁর বক্তব্য যেন জীবনের বাস্তব ছবি তুলে ধরে।
শাহরুখ খানের কথায়, কখনও কখনও মানুষকে আপনাকে অপছন্দ করার মধ্যেই তাদের গুরুত্ব খুঁজে নিতে দিতে হয়। সেটাই তাদের ছোট্ট খুশি। এতে নিজের কোনও ক্ষতি নেই। এই ভাবনার মধ্যেই লুকিয়ে আছে আত্মবিশ্বাস আর মানসিক পরিপক্বতার বার্তা। সব সমালোচনা বা বিরূপ মনোভাবের জবাব দিতে নেই এটাই যেন বোঝাতে চেয়েছেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও পেয়েছেন শাহরুখ। তবু সেই সব কিছুকে পাশ কাটিয়ে নিজের কাজ আর বিশ্বাসে অটল থেকেছেন। তাই তাঁর বলা এই কথাগুলো শুধু তারকার উক্তি নয়, বরং জীবনের পথে চলার এক বাস্তব পরামর্শ বলেই মনে করছেন অনুরাগীরা।
উক্তিটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকেই বলছেন, নেতিবাচক মানুষকে গুরুত্ব না দিয়ে নিজের শান্তি বজায় রাখার এই দর্শন আজকের দিনে আরও বেশি প্রাসঙ্গিক। পর্দার বাইরেও শাহরুখ খান যে ভাবনার জায়গায় কতটা পরিণত, তারই আরেকটি প্রমাণ হয়ে থাকল এই কথাগুলো।
আরপি/এসএন