নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতে হাজির করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানা পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মোক্তার আশরাফ হোসেন।
এর আগে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শান্তিনগর খেলার মাঠ সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. লিজান (২০); পিতা জাকির হোসেন ও মো. টিটু (৪০); পিতা তওলাদ হোসেন।
পুলিশ জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে পুলিশের দেহ তল্লাশিতে তাদের কাছ থেকে একটি মরিচা ধরা বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ম্যাগজিনে রাখা দুই রাউন্ড গুলি উদ্ধার করে। ধৃতরা থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রগুলো নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
বন্দর থানা পুলিশ পরিদর্শক গোলাম মোক্তার আশরাফ হোসেন দেশের একটি গণমাধ্যমকে জানান, বন্দর থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনপূর্ব সারা দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিবিড় তৎপরতা অব্যাহত থাকবে।