বলিউডে নিজের জনপ্রিয়তা যখন ক্রমশ বাড়ছিল, তখনই ধর্মের জন্য সিনেমা জগৎ ছেড়ে দেন সানা খান। ২০২০ সালের নভেম্বরে ‘বিগ বস্’-এর প্রাক্তন প্রতিযোগী সানা মুফতি আনাস সইদের সঙ্গে বিয়ে করেন। স্বামী ইসলাম ধর্মের অনুসারী এবং মৌলবী হিসেবে পরিচিত।
সাম্প্রতিক সাক্ষাৎকারে সানা জানিয়েছেন, বিয়ের আগে সইদ তাঁকে আলাপে ‘বোন’ সম্বোধন করতেন। তবে সময়ের সঙ্গে সানার ধর্মনিষ্ঠা ও সাদামাঠা জীবনচর্চা সইদের আকৃষ্ট করে। সানা পরিবার ও ঘরের দায়িত্বে যত্নশীল ছিলেন, যা দেখে সইদ বুঝতে পারেন, তিনি শুধু ‘বোন’ নন, ভবিষ্যতে স্ত্রীও হয়ে উঠবেন।
সানা জানান, তিনি স্বামীকে ‘মৌলানাজি’ বলে ডাকতেন এবং প্রথমে বুঝতে পারেননি, এই ধর্মগুরুই তাঁর জীবনসঙ্গী হবেন। সইদের মতে, সানার গভীর মমত্ববোধ এবং নৈতিকতা তাঁকে অন্য চোখে দেখতে বাধ্য করে। তারকা জীবন ও বিলাসিতার পরিবর্তে সানার সাদামাঠা জীবনযাপনই সইদেরকে মুগ্ধ করেছে।
এমকে/টিএ