‘শিবপুর’-এর মাফিয়া ক্যুইনের রূপের পর এবার সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। নতুন সিরিজ় ‘কালী পটকা’-তে তিনি এক বস্তিবাসী নারীর ভূমিকায় অভিনয় করছেন।
সংবাদমাধ্যমে জানা যায়, জি৫ ওয়েব প্ল্যাটফর্মের জন্য নির্মিত এই রহস্য-রোমাঞ্চ সিরিজ়ে চার বস্তিবাসিনীকে কেন্দ্র করে গল্প এগোচ্ছে। আচমকা তারা এক অপরাধের জটিলতায় জড়িয়ে পড়ে। স্বস্তিকা চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন, স্থানীয় ভাষা রপ্ত করেছেন এবং রূপটানের মাধ্যমে উজ্জ্বল ত্বককে হালকা শ্যামলা করে শুটিং করেছেন।
পরিচালক অভিরূপ ঘোষ জানিয়েছেন, চরিত্রের বাস্তবতা দেখানোর জন্য শহরের বিভিন্ন বস্তি এলাকায় টানা শুটিং করা হয়েছে। স্বস্তিকার সঙ্গে দেখা যাবে শ্রুতি দাস, শ্রেয়া ভট্টাচার্য, হিমিকা বোস, অনির্বাণ চক্রবর্তী, বিমল গিরি, সৌমেন বোস ও কৃষ্ণেন্দু দেওয়ানকে।
নির্দেশক ও কাহিনীকার অভিরূপই সিরিজ়টির গল্প নিয়ন্ত্রণ করছেন। উৎসবের আমেজে নতুন বছরের শুরুতেই টিজ়ার মুক্তি হতে পারে, যা দর্শকদের জন্য আকর্ষণীয় অপেক্ষার বিষয় হয়ে থাকবে।
এমকে/টিএ