ভারতের গুজরাটের সুরাটে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ঘুমের ঘোরে ১০ তলার ফ্ল্যাটের জানালা দিয়ে পড়ে গিয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ৫৭ বছর বয়সি এক ব্যক্তি। আট তলার একটি জানালার গ্রিলে পা আটকে ঝুলে থাকায় প্রাণে বেঁচে যান তিনি।
বৃহস্পতিবার স্থানীয় সকাল ৮টার দিকে সুরাটের জাহাঙ্গীরপুরা এলাকার ‘টাইমস গ্যালাক্সি’ ভবনে এই ঘটনা ঘটে। ৫৭ বছর বয়সি নিতিনভাই আদিয়া তার ১০ তলার ফ্ল্যাটে জানালার পাশে ঘুমাচ্ছিলেন।
ঘুমের মধ্যে পাশ ফেরার সময় তিনি আচমকা জানালা দিয়ে বাইরে পড়ে যান। কিন্তু ভাগ্যক্রমে দুই তলা নিচে অর্থাৎ আট তলার একটি ফ্ল্যাটের জানালার গ্রিল বক্সের ভেতর তাঁর পা আটকে যায় তার।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, নিতিনভাই উল্টো হয়ে ভবনের বাইরে ঝুলে আছেন এবং তার একটি পা ব্যথাতুরভাবে গ্রিলের ওপরের অংশে আটকে আছে। সামান্য নড়াচড়া করলেই নিচে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। এই অবস্থায় প্রায় এক ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন তিনি।
আদিয়ার প্রতিবেশীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে জাহাঙ্গীরপুরা, পালনপুর এবং আদাজান- এই তিনটি স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযানটি ছিল অত্যন্ত জটিল।
নিরাপত্তা বলয় তৈরির পর ফায়ার সার্ভিসের কর্মীরা ওপরের তলা থেকে দড়ি এবং সেফটি বেল্ট নামিয়ে প্রথমে আদিয়াকে সুরক্ষিত করেন যাতে পা আলগা হলেও তিনি নিচে না পড়ে যান।
পাশাপাশি নিচে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা একটি বিশাল সেফটি নেট ধরে থাকেন যাতে কোনো দুর্ঘটনা ঘটলে তাঁকে ধরা যায়। দীর্ঘ প্রচেষ্টার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রিল থেকে তার পা মুক্ত করা হয় এবং তাঁকে জানালার ভেতরে টেনে নেয়া হয়।
এবি/টিকে