যদি খুনিরা খুন করে পার পেয়ে যায় তাহলে যতই গানম্যান থাকুক না কেন তারা রাজিনীতিবিদদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
বুধবার ( ২৫ ডিসেম্বর) বিকেলে রংপুর মহানগরীর ৩৬ জুলাই স্মৃতি স্তম্ভে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এর আগে নির্বাচনী আসন-৪ প্রচার-প্রচারণা এবং দলীয় কর্মকাণ্ডে অংশ নেয়ার জন্য বিমানযোগে রংপুর আসেন তিনি। পরে জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে নেতাকর্মীদের সাথে মিলিত হন।
ওসমান হাদির খুনিকে গ্রেপ্তার না করলে গ্যানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় দাবি করে আখতার বলেন, সরকার অনেক রাজনীতিবিদকে গানম্যান দেয়ার কথা বলেছে। কিন্তু আমরা মনে করি যদি খুনিরা খুন করে পার পেয়ে যায়, তাহলে যত গানম্যানই আমাদের সাথে থাকুক না কেন, তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
মানুষ হত্যার পর খুনিকে ট্রেস করতে না করা খুবই দুঃখজনক উল্লেখ করে আখতার বলেন, আমরা শুনেছি তিন বাহিনী প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন। সেই সাক্ষাতের পরেও যদি একজনকে ককটেল মেরে হত্যা করা সম্ভব হয় এবং খুনিদের যদি ট্রেসও করা না যায় এটা আমাদের জন্য খুবই একটা দুঃখজনক।
বর্তমান অবস্থায় কোনোভাবেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব নয় উল্লেখ করে আখতার বলেন, আমরা মনে করি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশে যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বাস্তবায়ন করার পরিবেশ তৈরি করতে হয়, এই অবস্থায় সেটা সম্বুব নয়। এই অবস্থা থেকে উত্তোরণের জন্য কার্যকর ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে।
কেএন/টিকে