চট্টগ্রামের কয়েকটি সংসদীয় আসনে প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-১০ আসনের পরিবর্তে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জন্য। একই সঙ্গে চট্টগ্রাম-১০ আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাঈদ আল নোমান।
এদিকে চট্টগ্রাম-৪ আসনেও প্রার্থী বদল করেছে দলটি।
ওই আসনে আগে মনোনীত কাজী সালাউদ্দিনের পরিবর্তে এবার আসলাম চৌধুরীকে দলীয় প্রার্থী করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, নির্বাচনী কৌশল ও মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনায় রেখে কয়েকটি আসনে প্রার্থী পুনর্বিন্যাস করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে।
পরে দ্বিতীয় দফায় আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন ও রদবদল করা হয়েছে। পাশাপাশি জোটসঙ্গীদের জন্য এখন পর্যন্ত ১৪টি আসনে প্রার্থীর নামও চূড়ান্ত করেছে দলটি।
এসকে/টিকে