বলিউডে বছরের শুরুতে সাইফ আলি খানের বাড়িতে ঘটে যাওয়া দুষ্কৃতী হামলার ঘটনা গোটা শহরকে চাঞ্চল্যকর করেছিল। দীর্ঘদিন নীরব থাকা কন্যা সারা আলি খান অবশেষে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, সেই সময় গোটা পরিবার ভীত ও চিন্তাগ্রস্ত ছিল।
সারার কথায়, কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মনের সঙ্গে পরিস্থিতি সামলানোর শিক্ষা পেয়েছেন পরিবারের বড় সদস্য শর্মিলা ঠাকুর থেকে। ঠাকুরমাকে তিনি ‘বড় আম্মা’ বলে সম্বোধন করেন।
সারা বলেন, “সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মর্যাদা আর শালীনতা বজায় রাখা শেখার সুযোগ পেয়েছি। পুরো পরিস্থিতি আরও খারাপ হতে পারত, তবে সব ঠিক আছে। আমরা কৃতজ্ঞ।”
হাসপাতালে সাইফকে দেখতে গেলে সারাও অভিজ্ঞতার প্রমাণ দেখেন। শর্মিলা ঠাকুরমার জন্মদিন উদ্যাপনে অংশগ্রহণ করে সারাও জানান, কঠিন মুহূর্তে ধৈর্য, সম্ভ্রম ও শালীনতা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। সারার কথায়, এই ঘটনা পরিবার এবং জীবনের মূল্যকে নতুনভাবে বোঝার সুযোগ দিয়েছে।
আরপি/টিকে