বলিউডের অভিনেতা অক্ষয় খান্নারের ‘দৃশ্যম ৩’ ছবিতে পরচুলা নিয়ে অনড় অবস্থানের কারণে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। চলতি বছরের ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর অক্ষয় পরচুলা পরার শর্ত রেখেছিলেন, যা নির্মাতাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। সূত্রের খবর, ছবির ধারাবাহিকতা বজায় রাখতে নির্মাতারা আগের ‘দৃশ্যম ২’ চরিত্রের মতোই চুলের অবস্থান রাখতে চেয়েছিলেন।
মতবিরোধের কারণে অক্ষয় নিজেই ছবিটি থেকে সরে দাঁড়ান। নির্মাতাদের অভিযোগ, অভিনেতা অগ্রিম পারিশ্রমিক গ্রহণের পরও এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। তার বদলে এবার ‘দৃশ্যম ৩’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জয়দীপ অহলওয়াত। এছাড়া শোনা যাচ্ছে, অক্ষয় পারিশ্রমিকও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছেন। আগে আড়াই কোটি টাকার পারিশ্রমিক নিতেন তিনি, কিন্তু এখন ২১ কোটি টাকার দাবি করেছেন।
নির্মাতারা অভিযোগ করেছেন, “সাফল্য যেন মাথায় উঠে গেছে অক্ষয়ের।” তবে জয়দীপ অহলওয়াতের নতুন চরিত্রে অভিনয় দর্শকদের জন্য নতুন উত্তেজনার সূত্রপাত করবে। এই ঘটনার ফলে ছবির গল্প ও চরিত্রের ধারাবাহিকতা বজায় রাখা এখন নির্মাতাদের হাতে।
আরপি/টিকে