পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন, ক্যারিয়ারে ১,০০০ তম গোল না করা পর্যন্ত তিনি খেলা থেকে অবসর নেবেন না।
৪০ বছর বয়সী এই তারকা শনিবার (২৭শে ডিসেম্বর) আল আখদুদ-এর বিপক্ষে আল-নাসরের ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোল করেন। এর ফলে ক্লাব এবং দেশের হয়ে তার মোট গোল সংখ্যা এখন ৯৫৬। ২০২২ সালে আল-নাসরে যোগ দেওয়া এই ফরোয়ার্ড গত জুলাইয়ে সৌদি ক্লাবটির সঙ্গে নতুন দুই বছরের চুক্তি সই করেছেন, যার ফলে ৪২ বছর বয়স পর্যন্ত তার খেলা চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
রোববার (২৮শে ডিসেম্বর) দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে 'বেস্ট মিডল ইস্ট প্লেয়ার' নির্বাচিত হওয়ার পর রোনালদো বলেন, 'খেলা চালিয়ে যাওয়া কঠিন, কিন্তু আমি অনুপ্রাণিত। আমার আবেগ তুঙ্গে এবং আমি খেলা চালিয়ে যেতে চাই। মধ্যপ্রাচ্য বা ইউরোপ কোথায় খেলছি সেটা কোনো ব্যাপার না। আমি সবসময় ফুটবল উপভোগ করি এবং এগিয়ে যেতে চাই।'
তিনি আরও বলেন, 'আপনারা জানেন আমার লক্ষ্য কী। আমি ট্রফি জিততে চাই এবং সেই সংখ্যাটি (১,০০০ গোল) স্পর্শ করতে চাই। চোটমুক্ত থাকলে আমি নিশ্চিতভাবেই সেই সংখ্যায় পৌঁছাব।'
যদিও গত মাসে পিয়ার্স মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, তিনি 'শীঘ্রই' ফুটবল থেকে অবসরের পরিকল্পনা করছেন। তিনি বলেছিলেন, 'আমার মনে হয় আমি প্রস্তুত থাকব। তবে এটি অবশ্যই কঠিন হবে। আমি সম্ভবত কাঁদব।'
চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ১৪টি ম্যাচে ১৩টি গোল করেছেন রোনালদো। সৌদি প্রো লিগ টেবিলে তার দল বর্তমানে চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে। আল-নাসরের হয়ে ১২৫ ম্যাচে ১১২ গোল করার রেকর্ড থাকলেও, তার যোগদানের পর ক্লাবটি মাত্র একটি ট্রফি-২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছে।
রোনালদোর দখলে রয়েছে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোল (১৪৩) এবং রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলের (৪৫০) রেকর্ড। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি চারটি ভিন্ন ক্লাবের (ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আল-নাসর) হয়ে ১০০টির বেশি করে গোল করেছেন।
নভেম্বরে এই স্ট্রাইকার জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। উল্লেখ্য, তার নেতৃত্বেই ২০১৬ সালে ইউরো জয়ের মাধ্যমে পর্তুগাল তাদের প্রথম আন্তর্জাতিক শিরোপা ঘরে তুলেছিল।
এসকে/এসএন