বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং মেয়েদের দলের খেলোয়াড়েরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন বাংলাদেশ ফুটবলের তিন তারকা খেলোয়াড় ঋতুপর্না চাকমা, সাবিনা খাতুন, মাসুরা পারভীন।
বেগম জিয়ার মৃত্যুতে শোকাহত অধিনায়ক জামাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৫-৮-১৯৪৫ – ৩০-১২-২০২৫’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋতুপর্না লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’
‘সময়ের উত্থান-পতন, সংগ্রাম এর মধ্যে দিয়েও তার দীর্ঘ উপস্থিতি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলাদা অধ্যায়।
তার দেশপ্রেম এবং দেশের মানুষের জন্য সংগ্রাম উজ্জীবিত করেন কোটি নারীকে।’
মাসুরা এবং সাবিনা লিখেছেন, ‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
এমকে/টিএ