টেলিপর্দার দর্শকদের স্মৃতিতে এখনও উজ্জ্বল ‘পিউ’ আর ‘ঋষি’। ‘মন ফাগুন’ ধারাবাহিকে এই দুই চরিত্রের মধ্য দিয়েই শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহ এক সময় ছোটপর্দায় তৈরি করেছিলেন আলাদা এক আবেগের জায়গা। ধারাবাহিক শেষ হয়ে গেলেও তাঁদের জুটিকে ফের পর্দায় দেখার ইচ্ছে কখনও ফিকে হয়নি দর্শকদের। সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে।
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, আবার একসঙ্গে কাজ করতে চলেছেন শন ও সৃজলা। নানা গুঞ্জন, নানা অনুমানের মাঝেই ছিল দর্শকদের কৌতূহল নতুন কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের। তবে বাস্তবটা একটু অন্যরকম। নতুন ধারাবাহিক নয়, বরং বর্ষশেষের বিশেষ অনুষ্ঠানে ফের একসঙ্গে পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি।
জানা গেছে, ওই অনুষ্ঠানে অভিনয়ের বদলে গানের তালে তালে নাচতে দেখা যাবে শন ও সৃজলাকে। দীর্ঘদিন পর তাঁদের একসঙ্গে পর্দায় দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। অনেকের কাছেই এই উপস্থিতি যেন পুরনো দিনের স্মৃতিতে ফিরে যাওয়া।
উল্লেখযোগ্য যে, ‘মন ফাগুন’ চলাকালীন সময়েই তাঁদের নিয়ে প্রেমের গুঞ্জন তৈরি হয়েছিল। পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক নিয়ে নানা চর্চা হয়েছিল দর্শকমহলে। যদিও সেই বিষয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। সেই সময় সৃজলার ব্যক্তিগত জীবনের ভাঙনও এই জল্পনাকে আরও উসকে দিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই আলোচনায় ইতি পড়লেও, জুটি হিসেবে শন-সৃজলার জনপ্রিয়তা একটুও কমেনি।
বর্ষশেষের এই বিশেষ মঞ্চে তাঁদের ফের একসঙ্গে দেখা মানেই দর্শকদের জন্য বাড়তি প্রাপ্তি। নতুন কোনও চরিত্র নয়, তবু এই পুনর্মিলন যে টেলিপর্দার দর্শকদের মনে আবারও নস্টালজিয়ার ঢেউ তুলবে, তা বলাই বাহুল্য।
আরপি/এসএন