গত বিশ বছরে ভারতীয় সিনেমায় এমন তিনটি ছবি এসেছে, যেগুলি শুধু বক্স অফিস জয় করেনি, গল্প বলার ভাষা ও দর্শকের প্রত্যাশাও বদলে দিয়েছে। ‘বাহুবলী টু’ তার পৌরাণিক বিস্তার, ভিজ্যুয়াল নৈপুণ্য ও সর্বভারতীয় গ্রহণযোগ্যতায় সিনেমাকে নিয়ে গেছে বৈশ্বিক মঞ্চে।
‘থ্রি ইডিয়টস’ হাসি আর আবেগের আড়ালে শিক্ষা ও সমাজব্যবস্থাকে প্রশ্ন করে তৈরি করেছে দীর্ঘস্থায়ী আলোচনার ঢেউ। আর ‘ধুরন্ধর’ সাহসী নির্মাণভঙ্গি ও চরিত্রকেন্দ্রিক গল্পে ভেঙেছে প্রচলিত ছক, বহুমাত্রিক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে রণবীর সিংকে। এই তিনটি ছবি কেবল সফল চলচ্চিত্র নয়, ভারতীয় জনপ্রিয় সংস্কৃতির মাইলফলক।
এবি/টিকে