ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর এবার রুপালি পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী ইশা মালবিয়া। ধারাবাহিক ‘উদারিয়াঁ’ ও জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ আলোচনায় আসার পর পাঞ্জাবি সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন এই তরুণ তারকা। তাঁর প্রথম পাঞ্জাবি চলচ্চিত্র ‘ইশকাঁ দে লেখে’, যেখানে তিনি জসনিত চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেতা গুরনাম ভুল্লারের বিপরীতে।

প্রেমঘন এই ছবিটি ২০২৬ সালের হোলির পর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি ইশা মালবিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির প্রথম ঝলক পোস্টার প্রকাশ করেন, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে ওঠে।
ছোট পর্দা ও রিয়েলিটি শো থেকে ধীরে ধীরে আঞ্চলিক সিনেমার দিকে এগিয়ে যাওয়া ইশা মালবিয়ার ক্যারিয়ারে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছেন অনেকে। প্রেমের গল্পে নির্মিত এই ছবিতে তাঁর অভিনয় দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, সেদিকেই এখন সবার নজর।
এমআর/টিএ