চলমান বিপিএলের শুরু থেকেই ব্যাট হাতে রান পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচেই করেছিলেন সেঞ্চুরি, গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে করলেন ৩০ বলে ৪১ রান। টি-টোয়েন্টিতে শান্তর এমন উন্নতি প্রসঙ্গে রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হান্নান সরকার কথা বলেছেন।
হান্নান বলছিলেন, ‘টি-টোয়েন্টির জন্য বিপিএল আমাদের প্রধান টুর্নামেন্ট। সেখানে শান্ত যেভাবে খেলছে, নির্বাচকদের নতুনভাবে চিন্তা করা শুরু করিয়েছে। বিশ্বকাপের পরিকল্পনায় হয়তো আসতেও পারে, আসলে আমি অবাক হবো না। টিম করার পরিকল্পনা যখন করি, শান্ত সরাসরি চুক্তির খেলেয়াড় ছিল। আমি ও শান্ত মিলে যখন টিম কম্বিনেশন সাজানো শুরু করি, শান্তর যে ক্ষুধা- বিশ্বকাপ খেলতে হবে এবং নিজের যে প্রস্তুতি সেটা সে যথেষ্ট ভালো নিয়েছে।’
জাতীয় দলে থাকতেই দুজনের মধ্যে বোঝাপড়া হয়ে যায়। হান্নান বললেন, ‘তার সঙ্গে পরিষ্কার বার্তা ছিল। আমার দলের ব্যাপারে এবং তার চাওয়ার ব্যাপারে। আমাদের এই জেলিংটা তাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আমি নির্বাচক থাকার সময় শান্ত অধিনায়ক ছিল, অনেক মিটিং অনেক কথা হয়েছে। শান্তকে আমি খুব ভালোমতোই চিনি। শান্ত যা করলে খুব ভালো খেলে আমি সেই ফিল্ডটা তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় সেগুলোই শান্তকে আজকে এখানে নিয়ে এসেছে।’
এছাড়া রিপনকে একাদশে রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে হান্নান বলেছেন, ‘(নাজমুল হোসেন) শান্ত আমাদের অধিনায়ক। আমরা যখন আলোচনা করে সবাই মিলে যে সিদ্ধান্তে আসি সেটাকে সবাই সমর্থন দেওয়ার চেষ্টা করি। ব্যর্থ হলে সবার ওপর দায় নেওয়ার চেষ্টা করি। যে সিদ্ধান্ত নেয়, সেটা সবার সিদ্ধান্ত। দলের জন্য যেটা সেরা, সেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি।’
রিপনকে নিয়ে হান্নান আরও বলেছেন, ‘এক বছর আগে টপ এন্ড টি-টোয়েন্টি খেলতে গেলাম যখন, তখন আমি সেখানে নির্বাচক হিসেবে ছিলাম। তখন (রিপনের) ভালো বোলিংয়ের ব্যাপারটি আমার চোখে আসে। ডিপিএলে আবাহনীতে ছিলাম, তখন চোটের ব্যাপার ছিল। সেখান থেকে এইচপিতে ক্যাম্প করে ফিটনেস ভালো করে নিয়েছে। তার পেসটাও বেড়েছে। যারা ট্রেইনার ছিল, সবাই ভালো কাজ করেছে। মোটিভেশনের কাজটা আমার সাথেও হয়ে থাকে। রিপন আত্মবিশ্বাসী প্লেয়ার হিসেবে নিজেকে উন্নত করেছে।’
এমআই/এসএন