এবারের আসরের প্রথম সুপার ওভার দেখে ফেলল বিপিএল। রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচে টানটান উত্তেজনা শেষে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে রিপন মণ্ডলের ইয়র্কার বীরত্বের পর সহজেই জিতেছে রাজশাহী।
সুপার ওভারে জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স।
মূল ম্যাচে দুই দলই ১৫৯ রান করে। সুপার ওভারে খেলা গেলে সুপার ওভারে একের পর এক ইয়র্কারের মুন্সিয়ানা দেখিয়ে গেছেন রাজশাহীর পেসার রিপন। এক ওভারে মাত্র ৬ রান তোলে রংপুর। জবাবে ৩ বলে ১০ রান তুলে রাজশাহীকে জেতান তানজিদ হাসান তামিম।
বিপিএলের ইতিহাসে এটি তৃতীয় সুপার ওভারের ঘটনা। এর আগে দুইবার হয়েছে সুপার ওভার। প্রথমটি ২০১৯ সালের ১৯ জানুয়ারি। খুলনা টাইগার্স এবং চিটাগং ভাইকিংসের ম্যাচে দুই দলই করেছিল ১৫১ রান। পরে ম্যাচ যায় সুপার ওভারে। সেখানে চিটাগং আগে ব্যাট করে ১১ রান তোলে। জবাবে ১০ রানে থেমে যায় খুলনা টাইটান্স।
২০২০ সালে গিয়ে দ্বিতীয় সুপার ওভারের দেখা পায় বিপিএল। ২০২০ সালের ২ জানুয়ারি সিডনি থান্ডারের বিপক্ষে কুমিল্লা ওয়ারিয়র্সের ম্যাচ হয়েছিল টাই। আগে ব্যাট করে ১৪০ রান করে কুমিল্লা। জবাবে সিলেটও করেছিল ১৪০ রান।
সুপার ওভারে সিলেট করে ৭ রান। জবাবে ১ বল হাতে রেখেই সেই রান পেরিয়ে যায় কুমিল্লা। এই ম্যাচের ভেন্যু ছিল সিলেট। প্রথম সুপার ওভারে চিটাগং এবং খুলনার ম্যাচের ভেন্যু ছিল ঢাকার মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম।
বিপিএলের ইতিহাসের ৩য় সুপার ওভার হলো ২০২৬ সালের ১ জানুয়ারি। রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচের ভেন্যু ছিল সিলেট।
একনজরে বিপিএল ইতিহাসের যত সুপার ওভার :
১। চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটান্স, ১২ জানুয়ারি ২০১৯, মিরপুর, জয়ী দল : চিটাগং।
২। কুমিল্লা ওয়ারিয়র্স বনাম সিলেট থান্ডার, ২ জানুয়ারি ২০২০, সিলেট, জয়ী দল : কুমিল্লা।
৩। রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স, ১ জানুয়ারি ২০২৬, সিলেট, জয়ী দল : রাজশাহী।
এসকে/এসএন