নিজেকে বরাবরই নাস্তিক বলে পরিচয় দিয়ে এসেছেন জাভেদ আখতার। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস না করার কথা প্রকাশ্য মঞ্চে বহুবার বলেছেন তিনি। অথচ সেই প্রবীণ গীতিকারকেই কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজিতে একেবারে উল্টো রূপে হাজির করা হল নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া একটি ভুয়ো ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক, যার জেরে এবার ক্ষোভে ফেটে পড়লেন জাভেদ আখতার নিজেই।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মাথায় ফেজ টুপি, চোখে সুরমা দিয়ে মসজিদের দিকে যাচ্ছেন জাভেদ আখতার। ভিডিওটি দেখে অনেক অনুরাগীই প্রথমে হতবাক হয়ে পড়েন। প্রশ্ন উঠতে শুরু করে, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে মুফতি নদবীর সঙ্গে প্রকাশ্য তর্কের পর তবে কি নিজের অবস্থান বদলে ফেললেন জাভেদ? নিন্দুকদের কটাক্ষও শুরু হয় দ্রুত।
এই পরিস্থিতিতেই কড়া প্রতিক্রিয়া জানালেন প্রবীণ গীতিকার। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং কম্পিউটার প্রযুক্তির সাহায্যে তৈরি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, তাঁর মাথায় টুপি পরানো একটি কৃত্রিম ছবি ব্যবহার করে মিথ্যে দাবি করা হচ্ছে যে তিনি নাকি আল্লাহর শরণাপন্ন হয়েছেন। জাভেদের কথায়, এই সবই নোংরা অপপ্রচার।
জাভেদ আখতার আরও জানিয়েছেন, বিষয়টিকে হালকাভাবে দেখেননি তিনি। ওই ভুয়ো ভিডিওর বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন এবং যাঁরা তাঁর মানহানি করার চেষ্টা করেছেন, তাঁদের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন। তাঁর দাবি, পরিকল্পিতভাবেই তাঁকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এই বিতর্কের সূত্রপাত মূলত গত ডিসেম্বরের এক সভা থেকে। ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আয়োজিত ওই আলোচনায় মুফতি নদবীর সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন জাভেদ আখতার। সেখানে তিনি প্রশ্ন তুলেছিলেন, যদি ঈশ্বর সর্বশক্তিমান হন এবং সর্বত্র উপস্থিত থাকেন, তাহলে গাজায় শিশুদের ওপর বোমা হামলার সময় ঈশ্বর কোথায় ছিলেন। সেই প্রশ্নের উত্তরে কোনও সন্তোষজনক ব্যাখ্যা না পেলে ঈশ্বরে বিশ্বাস রাখা যায় কীভাবে, সেই কথাই প্রকাশ্যে বলেছিলেন তিনি।
জাভেদের সেই বক্তব্য তখনই বিতর্কের জন্ম দিয়েছিল। এবার সেই পুরনো প্রসঙ্গ টেনে এনে কৃত্রিমভাবে তৈরি একটি ভিডিও দিয়ে তাঁকে ধার্মিক প্রমাণ করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ গীতিকারের। স্পষ্টতই এই ঘটনার মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রে জাভেদ আখতার এবং তাঁর স্পষ্টভাষী অবস্থান।
এমকে/এসএন