মরক্কোয় আফ্রিকা কাপ অব নেশন্সে এক ঐতিহাসিক ও বিরল মুহূর্তের দেখা মিলল। প্রতিপক্ষের জালে বল না ঠেলেও টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট পর্বে উঠল সুদান।
‘ই’ গ্রুপ থেকে তিন পয়েন্ট পেয়েছে সুদান। আলজেরিয়া ও বুরকিনা ফাসোর পর তিনে তারা। গোল না করলেও তিন পয়েন্ট কীভাবে এসেছে?
গ্রুপের তিন ম্যাচে একটি জয় পেয়েছে সুদান। ইকুয়েটরিয়াল গিনির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে তারা। সেই ম্যাচে যে গোল হয়েছে, তা কোনো সুদানিজ খেলোয়াড় করেননি। গিনির ডিফেন্ডার সোল কোকো দুর্ঘটনাবশত আত্মঘাতী গোল করেন। আর ওই গোলেই সুদান উঠে গেছে নকআউট পর্বে।
বাকি দুই ম্যাচে কোনো গোল পায়নি সুদান। একমাত্র আত্মঘাতী গোলে পরের পর্বে তারা। প্রথম দল হিসেবে তারা কোনো গোল না করে গ্রুপের বাধা পার হলো সুদান।
সৌভাগ্যক্রমে নকআউটে উঠেছে সুদান। এখন দেখার অপেক্ষা, তিন ম্যাচের গোলখরাকে শক্তিতে পরিণত করে আরও বহুদূরে তারা যেতে পারে কিনা!
এমআই/এসএন