২০২৫ সালে রাজনৈতিক অশান্তির জেরে বাতিল হয়ে যাওয়া বাংলাদেশ সফরটি চলতি বছর আয়োজন করতে চায় ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই ভারতের সম্ভাব্য সফরসূচি ঘোষণা করেছে। তবে সাম্প্রতিক বাস্তবতায় সেই সফর আদৌ বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট ভারতের বাংলাদেশে পৌঁছানোর কথা। এরপর ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওয়ানডে সিরিজ শেষে ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভেন্যু চূড়ান্ত না হলেও বিসিবি জানিয়েছে, আগের বছর বাতিল হওয়া সিরিজটি এবার আয়োজনের ব্যাপারে তারা আশাবাদী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, “যে সিরিজটা আগে বাতিল হয়েছিল, সেটা এ বছর আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ বছর সারা মৌসুমজুড়েই দেশে আন্তর্জাতিক ক্রিকেট হবে। ম্যাচগুলোর ভেন্যু পরে জানানো হবে।”
তবে সূচি ঘোষণা হলেও সফর ঘিরে প্রশ্ন কম নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ধর্মীয় সহিংসতার অভিযোগ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশকে ক্ষুব্ধ করেছে। এর পাশাপাশি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলানো নিয়েও ভারতে রাজনৈতিক আপত্তি উঠেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এই প্রেক্ষাপটে মুস্তাফিজুর রহমান ভারতে খেলতে পারবেন কি না এবং বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল আদৌ বাংলাদেশ সফরে যাবে কি না-তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। আগস্ট পর্যন্ত এখনও সময় থাকলেও, ততদিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার উপরই অনেক কিছু নির্ভর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে বিসিবির পরিকল্পনায় শুধু ভারত নয়, চলতি বছর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজেরও। ফলে ঘরোয়া মৌসুমজুড়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটাতে চলেছে বাংলাদেশ। তবে ভারতের সফর বাস্তবায়িত হবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।
আরআই/এসএন