কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশারফ হোসেন ও পুত্র ড. খন্দকার মারুফ হোসেনের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
তিনি জানান, যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ তাদের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন। ফলে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে তাদের অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।
এর আগে গত সোমবার (২৯ ডিসেম্বর) দাউদকান্দি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ড. খন্দকার মোশারফ হোসেন ও পুত্র ড. খন্দকার মারুফ হোসেন।
ওই সময় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জীবনের শেষ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আপনারাও গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আগামী দিনে আপনাদের পাশে থেকে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করব।
এসএস/টিকে