গেল বছর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। যার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারের। তবে দেশের ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছেন মাহমুদউল্লাহ। চলমান বিপিএলে খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। গতকাল সিলেট টাইটান্সের হয়ে ব্যাট হাতে দলকে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা।
পরে সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন মাহমুদউল্লাহ। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় কতদিন খেলবেন বিপিএল। তিনি জানান, বিপিএল ফাইনালের পর তার হাতে প্রায় ১০ থেকে ১১ মাস সময় থাকবে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্য।
মাহমুদউল্লাহ বলেন, 'আজকে কী মাস? জানুয়ারি? আজকে জানুয়ারির ২ তারিখ। তো বিপিএল ফাইনাল হচ্ছে ২৩ তারিখ। ওটার পরে ইনশাআল্লাহ আমার কাছে চিন্তা করার জন্য প্রায় ১০ থেকে ১১ মাস সময় আছে। তো তখন আমি দেখব।'
মাহমুদউল্লাহ স্পষ্ট করে দেন যে এই মুহূর্তে তিনি কোনো সিদ্ধান্ত নিতে চান না এবং তার হাতে যথেষ্ট সময় আছে, '১০-১১ মাস সময় আছে, এটা চিন্তা করার জন্য এখনও অনেক সময়। তারপর আপনাদের বলব ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।'
এমআই/টিকে