টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে না রবিচন্দ্রন অশ্বিন!

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিরুদ্ধে সুর চড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক স্পিনারের দাবি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে না ক্রিকেটপ্রেমীরা। ঘন ঘন মেগা ইভেন্ট হওয়ায় আকর্ষণ হারাচ্ছে বিশ্বকাপ। এ জন্য আইসিসির পরিকল্পনাকে দুষলেন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কী বাত’-এ আইসিসিকে একহাত নিয়েছেন অশ্বিন। তিনি বলেন, ‘এবার কেউ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে না। বিশ্বকাপের শুরুর দিকে খেলাগুলো দেখুন। ভারত-আমেরিকা, ভারত-নামিবিয়া! এই সব ম্যাচের প্রতি দর্শকদের আকর্ষণ থাকে না। ভারত প্রথম দিকের ম্যাচগুলো ইংল্যান্ড বা শ্রীলঙ্কার মতো দেশের সঙ্গে খেললেও একটা আকর্ষণ থাকত।’ দলের সংখ্যাবৃদ্ধিকেও ভালোভাবে নিচ্ছেন না অশ্বিন। তার বক্তব্য, ‘দলের সংখ্যা বাড়িয়ে দেওয়ায় প্রতিযোগিতার মান কমছে। দলগুলোর মানের পার্থক্য অনেক বেড়ে গিয়েছে। এভাবে আকর্ষণ ধরে রাখা যায় না।’

ঘন ঘন বড় মাপের প্রতিযোগিতার বিরুদ্ধে অশ্বিন। সাবেক অফ স্পিনার কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেছেন, ‘আগে চার বছর অন্তর বিশ্বকাপ হতো। প্রতিযোগিতার একটা আকর্ষণ থাকত। উত্তেজনা থাকত। এখন প্রতিবছরই আইসিসির প্রতিযোগিতা হচ্ছে। ঘন ঘন প্রতিযোগিতা হওয়ায় আকর্ষণ হারাচ্ছে।’ তিনি আরও বলেছেন, ‘আমি স্কুলে পড়ার সময় বিশ্বকাপ এত ঘন ঘন হত না। ১৯৯৬, ১৯৯৯, ২০০৩। নির্দিষ্ট সময় অন্তর বিশ্বকাপ দেখতাম আমরা। বিশ্বকাপের কার্ড সংগ্রহ করতাম। সূচি টাঙিয়ে রাখতাম দেওয়ালে। কত উত্তেজনা থাকত।’ অশ্বিনের যুক্তি, ‘একের পর এক প্রতিযোগিতায় ক্রিকেটপ্রেমীরা মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। বেশি দিলে আগ্রহ বাড়ে না। বরং কমে।’

ক্রিকেটের প্রসারের বিরুদ্ধে নন অশ্বিন। তার মতে, বিশ্বকাপে দল বৃদ্ধি ক্রিকেটের প্রসারের পদ্ধতি হতে পারে না। তিনি বলেছেন, ‘বিশ্বজুড়ে ক্রিকেট ছড়িয়ে দেওয়া প্রয়োজন। কিন্তু বিশ্বকাপের মান বিসর্জন দিয়ে এটা করতে হবে? প্রতিযোগী দলগুলোর ভারসাম্য না থাকলে, বিশ্বকাপের মতো প্রতিযোগিতারও আকর্ষণ ধরে রাখা যাবে না।’

২০২৭ সালের বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও সন্দিহান অশ্বিন। তিনি বলেছেন, ‘জানি না আগামী বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ কী। বিজয় হাজারে ট্রফির কিছু ম্যাচ দেখেছি। অনেক খেলোয়াড়ের মানসিকতা ৫০ ওভারের ম্যাচের মতো নয়। দ্রুত বদলে যাচ্ছে। বিরাট কোহলি, রোহিত শর্মারা এবার খেলেছে। মানুষের মধ্যেও বিজয় হাজারে ট্রফি নিয়ে ভালো উৎসাহ দেখা গিয়েছে। খেলোয়াড় কখনও খেলার চেয়ে বড় হতে পারে না। তবু কোনও কোনও সময় কিছু খেলোয়াড়ের জন্যও প্রতিযোগিতা আকর্ষণীয় হয়ে ওঠে। এবারের বিজয় হাজারেই তার প্রমাণ। না হলে ঘরোয়া প্রতিযোগিতা কত জন দেখেন? কিন্তু কোহলি-রোহিত এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলে কী হবে জানি না।’

প্রসঙ্গত, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের সূচিও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। 

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ঢাকার দূষিত বাতাসে অসুস্থ হয়ে হাসপাতালে সুনিধি Jan 05, 2026
img
সাকিবকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন নাসুম Jan 05, 2026
img
মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার Jan 05, 2026
img
বাংলাদেশ ভারতে না গেলে কত টাকা ক্ষতি হবে ভারতের? Jan 05, 2026
img
ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ Jan 05, 2026
img
ফিতা কেটে বেঁচে থাকতে চাই না: রিয়েলি Jan 05, 2026
img
পুতিনের বাসভবনে হামলা, বিশ্বাস করেন না ট্রাম্প Jan 05, 2026
img
মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল করলেন তাসনিম জারা Jan 05, 2026
img
ট্রাম্পকে ব্যঙ্গ করে সেরা পুরস্কার জিতলেন উপস্থাপক জিমি কিমেল Jan 05, 2026
img
গ্রেপ্তার হওয়া সুরভীকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ Jan 05, 2026
img
জুলাইযোদ্ধা সুরভী দ্রুত প্রতিকার পাবে: আসিফ নজরুল Jan 05, 2026
img
‘অন্যান্য দেশও মার্কিন হস্তক্ষেপের মুখে পড়তে পারে’, ট্রাম্পের হুঁশিয়ারি Jan 05, 2026
img
অভিনেতা দেবসহ পরিবারের ৩ সদস্যকে তলব Jan 05, 2026
ছাত্র অধিকারের পিঠা উৎসবে যা বললেন সাদিক কায়েম Jan 05, 2026
জয় হাতছাড়া দুই জায়ান্টের, ড্রয়ে থামল সিটি ও লিভারপুল Jan 05, 2026
img
গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়া বন্ধ করুন: ট্রাম্পকে ড্যানিশ প্রধানমন্ত্রী Jan 05, 2026
img
বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদনে চ্যালেঞ্জ দেখছেন আকাশ চোপড়া Jan 05, 2026
img
দখলের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন, ‘গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন’ Jan 05, 2026
img
চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে বিচ্ছিন্ন দুই বগি Jan 05, 2026
img
তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে জোনায়েদ সাকির প্রতিক্রিয়া Jan 05, 2026