কিলিয়ান এমবাপেকে ছাড়াই নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামছে রেয়াল মাদ্রিদ। হাঁটুর চোটে আপাতত মাঠের বাইরে আছেন ফরাসি ফরোয়ার্ড। তিনি কবে ফিরতে পারবেন, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলতে পারলেন না শাবি আলোন্সো। বিশ্বকাপ জয়ী তারকাকে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ মাঠে ফেরানোর চেষ্টা করার কথা বললেন রেয়াল মাদ্রিদ কোচ।
ইউরোপের সফলতম ক্লাবটি গত বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাঁ হাঁটু মচকে গেছে এমবাপের। চোট কতটা গুরুতর বা কতদিনের জন্য বাইরে থাকতে হবে তাকে, সেসব কিছু বলা হয়নি তখন।
লা লিগায় রোববার রেয়াল বেতিসের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। আগের দিন সংবাদ সম্মেলনে এমবাপের মাঠে ফেরার প্রশ্নে আলোন্সো বলেন, এখনও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না তিনি।
“আমরা সময়সীমা কম করার জন্য যথাসাধ্য চেষ্টা করব, যাতে সে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুত হতে পারে। ‘যত তাড়াতাড়ি সম্ভব’ মানে কখন? এটাই প্রশ্ন। আমি জানি না। সুপার কাপ? দেখা যাক। হয়তো পরবর্তী ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আরও স্পষ্টভাবে বলতে পারব।”
জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আগামী বৃহস্পতিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রেয়াল মাদ্রিদ। সেখানে জিততে পারলে ১১ জানুয়ারি খেলবে ফাইনাল, যেখানে প্রতিপক্ষ থাকবে বার্সেলোনা ও আথলেতিক বিলবাওয়ের মধ্যে লড়াইয়ে জয়ী দল।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপেকে। এর আগে স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার খবরে বলা হয়েছিল, সুপার কাপে দলের সঙ্গে সৌদি আরবে যাচ্ছেন না এমবাপে। এমনকি ১৭ জানুয়ারি লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচ ও ২০ জানুয়ারি শৈশবের ক্লাব মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা।
এই মৌসুমে রেয়ালের হয়ে সব প্রতিযোগিতায় মিলিয়ে এখন পর্যন্ত ২৯ গোল করেছেন এমবাপে। লা লিগায় ১৮ গোল নিয়ে তিনি আছেন শীর্ষে।
গত বছরে সব মিলিয়ে ৫৯ গোল করে তিনি স্পর্শ করেন রেয়ালের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড।
আরআই/টিকে