আর্সেনালের মাঠে ধরাশায়ী হওয়ার ধাক্কা দারুণভাবে সামলে উঠল অ্যাস্টন ভিলা। নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে লিগ টেবিলে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলল উনাই এমেরির দল।
ভিলা পার্কে শনিবার জন ম্যাকগিনের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। জয়ের পথে ফেরার পাশাপাশি লিগ টেবিলের দুইয়ে উঠেছে তারা।
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা আর্সেনালের মাঠে গত মঙ্গলবার ৪-১ গোলে বিধ্বস্ত হয় ভিলা। তাতে দলটির লিগে টানা আট ও সব মিলিয়ে টানা ১১ ম্যাচের জয়যাত্রায় ছেদ পড়ে।
তবে ওই হার ভিলার আত্মবিশ্বাসে নাড়া দিতে পারেনি। ফরেস্টের বিপক্ষে বিরতির ঠিক আগে ওলি ওয়াটকিন্সের জোরাল শটে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বাঁ পায়ের ফ্লিকে ব্যবধান বাড়ান অধিনায়ক ম্যাকগিন। কিছুক্ষণ পর ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দেন মর্গ্যান গিবস-হোয়াইট।
তবে ৭৩তম মিনিটে স্কটিশ মিডফিল্ডার ম্যাকগিনের দ্বিতীয় গোলে জয়ের পথে এগিয়ে যায় ভিলা। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা ১১ ম্যাচ জিতল ভিলা।
২০ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ভিলা। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে।
আর্সেনালও একটি ম্যাচ কম খেলেছে। ৪৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারা।
আরআই/টিকে