বলিউডের বাদশা অমিতাভ বচ্চন বয়সের বাঁধা অতিক্রম করেও যেন তরুণদের মতো কর্মঠ। ৮৪ বছর বয়সে দৈনন্দিন শুটিং, সাক্ষাৎকার ও নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর তরতাজা চেহারার পেছনে রয়েছে সুসংগঠিত জীবনযাপন। খাওয়াদাওয়া থেকে ঘুম, প্রতিটি কাজ নির্দিষ্ট নিয়মে করেন তিনি।
সম্প্রতি তাঁর সহ-অভিনেতা রঞ্জিত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অমিতাভের দৈনন্দিন রুটিন অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। শুটিং চলাকালীন তিনি দেখেছেন, অমিতাভ রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়মিত কিছু লিখতেন এবং সকালে প্রার্থনা করতেন। রঞ্জিত বলেন, “আমি তাঁকে একবার জিজ্ঞাসা করেছিলাম, রাতের বেলা কী লেখেন? তিনি বলেছিলেন, প্রতিদিন বাবা-মাকে চিঠি লিখি এবং সকালে গীতা পড়ি।” এই নিষ্ঠাপরায়ণ জীবনধারা অমিতাভকে আজকের উচ্চতায় নিয়ে এসেছে, এমনটাই মনে করেন প্রবীণ অভিনেতা।
পিআর/টিকে