বলিউডের পর্দায় তাদের রসায়ন আজও দর্শকদের চোখে ভাসে। ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার সেই অনস্ক্রিন ম্যাজিক বাস্তবেও রূপ নিয়েছিল গভীর বন্ধুত্বে। তবে সেই বন্ধুত্বই একসময় প্রিয়াঙ্কার জন্য কাল হয়ে দাঁড়ায়। বলিপাড়ার অলিগলি ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও রটেছিল তাদের প্রেমের গুঞ্জন।
আর সেই গুঞ্জনের জেরে প্রিয়াঙ্কাকে যেভাবে কটাক্ষের শিকার হতে হয়েছিল, তা নিয়ে দীর্ঘ সময় পর মুখ খুলেছিলেন বলিউড বাদশা। সম্প্রতি শাহরুখের একটি পুরনো সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। সেখানে প্রিয়াঙ্কার প্রতি নিজের অগাধ সম্মান এবং তাকে নিয়ে হওয়া ট্রল বা সমালোচনার বিপরীতে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বাদশাহকে।
শাহরুখ খান বলেছিলেন, ‘সবচেয়ে খারাপ লাগে যখন আমার সঙ্গে কোনো নারী কাজ করার পর তার দিকে আঙুল তোলা হয়। প্রিয়াঙ্কাকে যেভাবে অসম্মান করা হচ্ছে, তা সত্যিই দুঃখজনক। আমি নারীদের সম্মান করি, আর প্রিয়াঙ্কাকে করা এই আচরণ অত্যন্ত অমর্যাদাকর।’
বলিউডে একসময় গুঞ্জন ছিল, প্রিয়াঙ্কার সঙ্গে বিশেষ সম্পর্কের কারণেই নাকি শাহরুখের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়েছিল। এমনকি প্রভাবশালী মহলের চাপে পড়ে প্রিয়াঙ্কাকে একপ্রকার বলিউড ছাড়তে বাধ্য করা হয়েছিল বলেও ধারণা করেন অনেকে। এই প্রসঙ্গে শাহরুখ জানিয়েছিলেন, প্রিয়াঙ্কা তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ এবং তার মনের খুব কাছের।
তার কথায়, ‘ও আমার অন্যতম সেরা বন্ধু। কাজ করতে গিয়ে অনেক সম্পর্ক তৈরি হয়, কিন্তু অহেতুক গুজবের কারণে সেই সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। ও একটি ছোট্ট মেয়ে। মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড থেকে শুরু করে আজ পর্যন্ত ওর যে সফর, সেখানে ও কঠোর পরিশ্রম করেছে। ক্যামেরার সামনে ও পেছনে- দুই জায়গাতেই আমরা চমৎকার কিছু সময় কাটিয়েছি। বন্ধু হিসেবে যখন দেখি তাকে নিয়ে বাজে কথা হচ্ছে, তখন খারাপ লাগাটাই স্বাভাবিক।’
এসকে/এসএন