ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রোববার (০৪ জানুয়ারি) রাত ১০টার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৯০ শতাংশ ন্যূনতম পাস নম্বর অর্জনে ব্যর্থ হয়েছেন। ফলে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ১০ শতাংশ।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী। এতে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রতিযোগিতা করেছেন ৩২ জন পরীক্ষার্থী।
আসন বণ্টন অনুযায়ী, মোট ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য ২৫টি আসন সংরক্ষিত রয়েছে।
তিন শাখায় প্রথম
ফলাফলের সঙ্গে তিনটি শাখা থেকে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নামও প্রকাশ করা হয়েছে। ব্যবসায় শিক্ষা শাখা থেকে প্রথম হয়েছেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী তাসলিম সুলতান হিমেল। ভর্তি পরীক্ষার মূল ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮৫ নম্বর। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ থাকায় অতিরিক্ত ২০ নম্বর যোগ হয়ে তার মোট স্কোর দাঁড়িয়েছে ১০৫।
বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন কুমিল্লা বোর্ডের অধীনে পরীক্ষা দেওয়া নটরডেম কলেজের শিক্ষার্থী আদিব বিন জামান। ভর্তি পরীক্ষায় তিনি পেয়েছেন ৮১ নম্বর। জিপিএ বাবদ ২০ নম্বর যোগ হয়ে তার মোট স্কোর দাঁড়িয়েছে ১০১।
মানবিক শাখা থেকে শীর্ষস্থান অর্জন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী লুবাইনা আনজুম। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮৭ নম্বর। এসএসসি ও এইচএসসির জিপিএ যুক্ত হয়ে তার মোট স্কোর দাঁড়িয়েছে ১০৭।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও চারটি বিভাগীয় শহরের কেন্দ্রে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
টিজে/টিএ