২০২৫ সাল পূজা হেগড়ের জন্য খুব একটা সদয় ছিল না। পরপর মুক্তি পাওয়া ছবি রেট্রো, দেবা ও কুলি প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় ইন্ডাস্ট্রির অন্দরমহলে তাঁকে ঘিরে শুরু হয় নানা আলোচনা। কেউ কেউ তাঁকে দুর্ভাগা তারকা বলেও আখ্যা দেন। তবে এসব কথাকে পাত্তা না দিয়ে নিজের জায়গা ফিরে পাওয়ার লড়াইয়েই মনোযোগী হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
নতুন বছরকে সামনে রেখে পূজা হেগড়ে তৈরি করছেন শক্ত প্রত্যাবর্তনের ছক। ২০২৬ সালে তাঁর যাত্রা শুরু হবে জননায়াগান ছবির মাধ্যমে, যেখানে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে তাঁকে। এরপর রয়েছে বহুল প্রতীক্ষিত কাঞ্চনা ৪ এবং ডিকিউ-৪১। তিনটি ছবিই আলাদা ধাঁচের, আলাদা নির্মাতার সঙ্গে কাজ এবং ভিন্ন ঘরানার গল্পে সাজানো, যা তাঁর অভিনয় পরিসর ও জনপ্রিয়তাকে নতুন করে সামনে আনতে পারে।
দক্ষিণী চলচ্চিত্র জগতের আলোয় আবারও নিজের অবস্থান পোক্ত করতে এই ছবিগুলোকেই বড় হাতিয়ার হিসেবে দেখছেন পূজা হেগড়ে।
শক্তিশালী অভিনয়, নতুন জুটি ও বাণিজ্যিক সম্ভাবনায় ভর করে ২০২৬ সাল যে তাঁর জন্য ঘুরে দাঁড়ানোর বছর হতে চলেছে, সে ব্যাপারে আশাবাদী ভক্তরাও। সমালোচকদের জবাব দিতে এখন শুধু সময়ের অপেক্ষা।
এমআর/টিএ