দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন ভারতীয় টেলিভিশন জগতের জনপ্রিয় জুটি জয় ভানুশালী ও মাহি ভিজ। তাদের সেই যৌথ বিবৃতিতে মন ভেঙেছিল অগণিত ভক্তের। তবে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে একসঙ্গে সেলফি পোস্ট করে সবাইকে চমকে দিলেন এই তারকা দম্পতি।
খবরটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মনে প্রশ্ন জাগে- তবে কি বিচ্ছেদের ঘোষণাটি কেবলই নাটক ছিল? সোমবার সকালে পোস্ট করা সেই ছবিতে দেখা যায়, জয় ও মাহি দুজনেই কালো মাস্কে মুখ ঢেকে একে অপরের পাশে দাঁড়িয়ে আছেন।
ছবিটি পোস্ট করে ক্যাপশনে মাহি কিছুটা ক্ষোভ ঝেড়েছেন গুজব রটনাকারীদের ওপর। তিনি লিখেছেন, ‘আমাদের সম্পর্কটা ঠিক এমনই। শুধুমাত্র লাইক আর কমেন্টের আশায় আমাদের নিয়ে যা খুশি রটানো হচ্ছে। মানুষ যে কী করতে পারে!’
মাহি আরও স্পষ্ট করেন যে, তাদের দাম্পত্যের ইতি ঘটলেও সন্তানদের লালন-পালন এবং নিজেদের বন্ধুত্বের জায়গাটি সবসময় অটুট থাকবে। বিচ্ছেদের ঘোষণা মানেই একে অপরের মুখ দেখা বন্ধ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। কোনো ভিত্তিহীন খবর ছড়িয়ে যাতে তাদের ব্যক্তিগত জীবনকে কলুষিত না করা হয়, সেই অনুরোধও জানিয়েছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, জয় ও মাহির ঘরে রয়েছে তিন সন্তান। দীর্ঘদিনের সুখী এই দম্পতির বিচ্ছেদের খবরে অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল। রবিবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেও, পরবর্তী ২৪ ঘণ্টার মাথায় তাদের এই রসায়ন নতুন করে আলোচনার জন্ম দিল।
এমকে/টিএ