ছোটপর্দার জনপ্রিয় ও মিষ্টি অভিনেত্রী কেয়া পায়েল, যিনি সাধারণত রোমান্টিক ও ড্রামা ঘরানার নাটকে দর্শকদের মুগ্ধ করেন, তিনি এবার সৌন্দর্য এবং ব্যক্তিত্ব নিয়ে এক দারুণ জীবনদর্শন শেয়ার করলেন। বাহ্যিক চাকচিক্য বা গ্ল্যামার নয়, মানুষের ব্যবহারই যে আসল অলংকার, সেটাই তিনি মনে করিয়ে দিলেন।
কেয়া পায়েল বলেন, "আমার চোখে পৃথিবীর প্রতিটি মানুষই সুন্দর... মানুষের আসল পরিচয় ফুটে ওঠে তার ব্যবহারে।"
তাঁর মতে, সুন্দর চেহারা দিয়ে কাউকে বিচার করা বোকামি। বরং মানুষের আচরণ, বিনয় এবং অন্যের প্রতি তার ব্যবহারই প্রমাণ করে সে আসলে কেমন মানুষ। শোবিজ অঙ্গনের বাসিন্দা হয়েও বাহ্যিক রূপের চেয়ে মানবিক গুণাবলী ও শিষ্টাচারকে প্রাধান্য দেওয়ার এই মানসিকতা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।
কেএন/এসএন