কারুরের সেই মর্মান্তিক পদপিষ্ট কাণ্ডে ফের বড়সড় চাপে পড়লেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিক থলপতি বিজয়। গত বছরের সেপ্টেম্বর মাসে তামিলনাড়ুর কারুরে তাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের সমাবেশে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার তদন্তে এবার তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গেছে, আগামী ১২ জানুয়ারি সংস্থার দপ্তরে হাজিরা দিতে হবে অভিনেতাকে।
গত ২৭ সেপ্টেম্বর কারুরে আয়োজিত ওই সমাবেশে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ ৪১ জনের মৃত্যু হয়। আহত হন শতাধিক মানুষ। ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে গত অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়। তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে গঠন করা হয় তিন সদস্যের একটি বিশেষ কমিটি, যার নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগি। কমিটিতে আরও যুক্ত রয়েছেন দুইজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।
এই ঘটনার জেরে মাদ্রাজ হাই কোর্টেও কড়া ভর্ৎসনার মুখে পড়েন থলপতি বিজয়। আদালত তাঁকে দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করে। একই সঙ্গে রাজনৈতিক মহলেও শুরু হয় তীব্র বিতর্ক। বিশেষ করে বিজেপির একাংশ এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। তারা ঘটনার পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছে এবং বিজয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
চাপের মুখে পড়ে সম্প্রতি নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন থলপতি বিজয়। তিনি নিহত প্রত্যেক পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন। পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন অভিনেতা।
সব মিলিয়ে, কারুরের ‘অভিশপ্ত’ মিছিলের ছায়া এখনো তাড়া করে বেড়াচ্ছে থলপতি বিজয়কে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি কী বক্তব্য রাখেন, সেদিকেই এখন তাকিয়ে বিনোদন জগত ও রাজনৈতিক মহল।
এমকে/এসএন