মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকেও অপহরণ করা হতে পারে: মেদভেদভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদভ বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো করে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসকেও তুলে নেয়া হতে পারে। গত সোমববার (৫ জানুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকির পর গত শনিবার (৩ জানুয়ারি) লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।

মাদুরোকে ব্রুকলিনের একটি কুখ্যাত কারাগারে রাখা হয়েছে। সেখানে ‘মাদক সন্ত্রাস’র অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত সোমবার তাকে আদালতে হাজির করা হয়। এদিকে মাদুরোকে অপহরণ করে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশে দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোর অপহরণ নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে বিদেশি নেতাদের অপহরণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন রাশিয়ার মেদভেদেভ। রোববার (৪ জানুয়ারি) এক বক্তব্যে তিনি বলেন, নিকোলাস মাদুরোর মতো অন্যান্য বিশ্বনেতাদেরও অপহরণ করা হতে পারে। এর মধ্যে আলাদা করে জার্মান চ্যান্সেলরের নাম উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘চলমান পরিস্থিতিতে একটি চমৎকার এবং মোড় ঘোরানো ঘটনা হতে পারে নব্য-নাৎসি মার্ৎসকে অপহরণ করা।’ এমন পরিস্থিতি মোটেও অবাস্তব নয় বলেও মনে করেন তিনি। বলেন, ‘জার্মানিতেই তার বিচার করার মতো যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। এ কারণে, এতে কারও কোনো ক্ষতি হবে না। বিশেষত যখন দেশটির নাগরিকরা বিনা কারণে ভোগান্তির শিকার হচ্ছেন।’

জার্মানি মেদভেদভের এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। গত সোমবার (৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেন সরকারের মুখপাত্র সেবাস্তিয়ান হিল, ‘আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আমরা এসব বক্তব্য আমলে নিয়েছি। স্বভাবতই (জার্মানির) কেন্দ্রীয় সরকার এ ধরনের যেকোনো বক্তব্য ও হুমকির প্রতি কঠোরতম ভাষায় নিন্দা জানাচ্ছে।’

২০০৮ থেকে ২০১২ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন মেদভেদভ। বর্তমানে নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ক্রেমলিনের উচ্চকণ্ঠ সমর্থক হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন। রাশিয়ার অন্যান্য নেতাদের মতো তিনি প্রায়ই ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের কঠোর সমালোচনা করেন।

গত রোববারের বক্তব্যে ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও নিকোলাস মাদুরোর অপহরণের সমালোচনা করেন মেদভেদেভ। এ সময় ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিরও সমালোচনা করেন তিনি। বলেন, ‘দীর্ঘদিন আগেই প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির মেয়াদ উত্তীর্ণ হয়েছে।’ নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন না করায় জেলেনস্কিকে অবৈধ নেতা আখ্যা দিয়েছে মস্কো। সেই অবস্থানই নতুন করে জানান দেন মেদভেদভ। 

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ইরানে সরকারি টিভি চ্যানেল সংশ্লিষ্ট ভবনে অগ্নিকাণ্ড Jan 09, 2026
img
ইংরেজিতে কথা বলতে আমার অদ্ভুত লাগে: মেসি Jan 09, 2026
img

বিবিসি ফার্সির সম্পাদকের মত

ইরান এখন দুর্বল, বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের হুমকিতে হয়ে গেছে নড়েবড়ে Jan 09, 2026
img

হুমকি ডোনাল্ড ট্রাম্পের

বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে ‘শক্তিশালী হামলা’ চালানো হবে Jan 09, 2026
img
গোল পেলেন রোনালদো, তবু হারল আল নাসর Jan 09, 2026
img
ইরানের রাস্তায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ Jan 09, 2026
img
ইসলামি মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি: ইশরাক Jan 09, 2026
img
রোমাঞ্চকর লড়াইয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ Jan 09, 2026
img
ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের লাগাম টানতে মার্কিন সিনেটে প্রস্তাব Jan 09, 2026
img
মমতার পরামর্শদাতা সংস্থার কার্যালয়ে অভিযান, নথি জব্দ Jan 09, 2026
img
ট্রাম্পের সঙ্গে কাজ করতে সম্মত কলম্বিয়ার প্রেসিডেন্ট Jan 09, 2026
img
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরের ঘটনায় এনসিপির গভীর শোক, শাস্তি দাবি Jan 09, 2026
img
আসন্ন নির্বাচনে জনগণকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে : মাওলানা আবদুল হালিম Jan 09, 2026
img
বিশ্বকাপের আগে ভারতের জন্য বড় দুঃসংবাদ Jan 09, 2026
img
৮ দিনে যৌথ বাহিনীর অভিযান, গ্রেপ্তার ১৭১ Jan 09, 2026
img
নিরাপত্তার জন্য ভারতে কয়েকটি মিশন থেকে বাংলাদেশের ভিসা ইস্যু বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা Jan 09, 2026
img

তিনদিনের মধ্যে দ্বিতীয়বার কথা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ফের পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ Jan 09, 2026
img
প্রতিদ্বন্ধী প্রার্থীকে ইঙ্গিত করে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা Jan 09, 2026
img
দুই মাসের আমদানি বিল পরিশোধ, ৩২ বিলিয়নে নামল রিজার্ভ Jan 09, 2026
img
শৈত্যপ্রবাহ অব্যাহত, ২৪ জেলায় সুখবর নেই Jan 09, 2026