ট্রাম্পকে অভিনব এক প্রস্তাব কলম্বিয়ার প্রেসিডেন্টের

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য অপেক্ষা করছি।’

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সময় গতকাল সোমবার (৫ জানুয়ারি) পেত্রো সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি বোমা ফেলে, তাহলে পাহাড়ে হাজার হাজার কৃষক গেরিলায় পরিণত হবেন। তিনি আরও বলেন, যদি তারা এমন একজন প্রেসিডেন্টকে আটক করে, যাঁকে দেশের একটি বড় অংশ ভালোবাসে ও সম্মান করে, তাহলে তারা জনগণের জাগুয়ারকে মুক্ত করে দেবে।

একসময় বামপন্থী গেরিলা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা পেত্রো জানান, নব্বইয়ের দশকে অস্ত্র ত্যাগ করার শপথ নিয়েছিলেন তিনি। তবে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হলে আবারও অস্ত্র ধরতে বাধ্য হবেন বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি শপথ করেছিলাম আর অস্ত্র ধরব না। কিন্তু মাতৃভূমির প্রয়োজনে সেই শপথ ভাঙতেও দ্বিধা করব না।’

এর আগে গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, কলম্বিয়া একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে, যিনি যুক্তরাষ্ট্রে কোকেন বিক্রি করেন। ট্রাম্প বলেন, ‘কলম্বিয়া খুবই রুগ্‌ণ। দেশটি চালাচ্ছে এমন একজন মানুষ, যে কোকেন তৈরি ও বিক্রি করতে ভালোবাসে। সে বেশি দিন এমনটা করতে পারবে না।’ এমনকি কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তাবও তাঁর কাছে ‘ভালো মনে হচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি।

এই উত্তেজনার মধ্যেই কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটি সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে চায়। তবে রাষ্ট্রগুলোর সম্পর্কের ক্ষেত্রে হুমকি বা শক্তি প্রয়োগকে তারা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বলে মনে করে।

উল্লেখ্য, গত অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প পেত্রো ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। কলম্বিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কোকেন উৎপাদক দেশ।

উল্লেখ্য, গত আগস্টে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোও ট্রাম্পকে একইভাবে ‘আমাকে এসে ধরুন’ বলে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। পরে যুক্তরাষ্ট্রের অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রী গ্রেপ্তার হন, যা লাতিন আমেরিকায় নতুন করে ভূরাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ইরানে কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলল বিক্ষোভকারীরা Jan 09, 2026
img
সুইমিংপুলে সাহসী লুকে জেবা জান্নাত Jan 09, 2026
img
বোর্ডে থাকলে মুস্তাফিজ ইস্যুতে নিজের অবস্থান জানালেন তামিম Jan 09, 2026
img
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন একরামুজ্জামান Jan 09, 2026
img
পুষ্পা টু-তে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন শ্রীলীলা Jan 09, 2026
img
বিশ্বব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র : জার্মান প্রেসিডেন্ট Jan 09, 2026
বিপন্ন বিশ্বব্যবস্থা, যুক্তরাষ্ট্রের আচরণে উদ্বেগ জার্মানির Jan 09, 2026
প্রাইমারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের একজন আটক! Jan 09, 2026
জনগণের প্রশ্ন-ভোট হবে কি হবে না? Jan 09, 2026
অনুমোদনের পথে জুলাই দায়মুক্তি খসড়া Jan 09, 2026
কারাবন্দিদের হাতে তৈরি নকশিকাঁথা! দাম জানলে চমকে যাবেন! Jan 09, 2026
জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন Jan 09, 2026
বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা থেকে সম্ভাব্য পুনর্গঠন Jan 09, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 09, 2026
৫০০ শতাংশ শুল্ক আরোপে ট্রাম্পের সম্মতি Jan 09, 2026
বিড়ালদের জন্য শেল্টারবক্স দিলো ডাকসু Jan 09, 2026
দ্য ব্লাফ-এ একেবারে নতুন লুক Jan 09, 2026
বাস্তব অভিজ্ঞতা নিয়ে সিনেমায় হাস্যরস Jan 09, 2026
বার্সেলোনা থেকে ইন্টার মায়ামি, মেসির ভাষার পছন্দের রহস্য Jan 09, 2026
নিগার সুলতানার নেতৃত্বে নারী বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশ Jan 09, 2026