চলমান অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দলে আরেকবার চোটের ধাক্কা লাগল। সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টের চতুর্থ দিন খেলা শুরুর মাত্র ১৫ মিনিটের মাথায় ডানপায়ের অ্যাডাক্টর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
এর আগে মার্ক উড (হাঁটু) ও জোফরা আর্চার (সাইড স্ট্রেইন) ও গাস অ্যাটকিনসন (হ্যামস্ট্রিং) ইনজুরি নিয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন। তবে স্টোকস এই ম্যাচে আর মাঠে নামতে পারবেন কি না তা জানতে অপেক্ষা করতে হবে।
আজ (বুধবার) সকালে নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বল করার সময় স্টোকস টান অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করেন। সেটি ছিল ইনিংসে তার ২৮তম ওভারের চতুর্থ বল। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১২৬.৪ ওভারের মাথায় এই ঘটনা ঘটে, যখন স্বাগতিকদের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৫২৩ রান এবং তারা ১৩৯ রানে এগিয়ে ছিল। স্টোকসের ওভারের বাকি বলগুলো শেষ করেন জ্যাকব বেথেল।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘বেন স্টোকস বর্তমানে ডান পায়ের অ্যাডাক্টর সমস্যার কারণে পর্যবেক্ষণে রয়েছেন। আরও তথ্য পাওয়া গেলে আমরা বিস্তারিত জানাব।’
এই সফরে স্টোকসের সহকারী হিসেবে আসা সহঅধিনায়ক হ্যারি ব্রুক প্রথমবার অধিনায়কের দায়িত্ব সামলান। স্টোকস মাঠ ছাড়ার পর অস্ট্রেলিয়া আর মাত্র ৩২ রান যোগ করতেই তাদের শেষ ৩টি উইকেট হারায়। স্বাগতিকরা ৫৬৭ রানে অলআউট হওয়ায় ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৮৩ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়ে।
তাতে স্টোকসকে মাত্র ৪০ মিনিটেরও কম সময় মাঠের বাইরে থাকতে হয়। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি ৮ মিনিটের বেশি মাঠের বাইরে থাকেন, তবে ব্যাটিং ইনিংসে তাকে সমপরিমাণ সময় অপেক্ষা করে মাঠে নামতে হয় অথবা ৫ উইকেট পড়ার পর ৭ নম্বর পজিশনে ব্যাটিং করতে হয়।
তবে চোটের অবস্থা গুরুতর হলে ১৮৩ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের হয়ে স্টোকস তার নিয়মিত ৬ নম্বর পজিশনে ব্যাটিং করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।