বাংলা অভিনয়ের কিংবদন্তি পুরুষ হুমায়ূন ফরীদি। পর্দায় তিনি যেমন দাপুটে ছিলেন, বাস্তব জীবনে ছিলেন ততটাই আবেগপ্রবণ এবং রোমান্টিক। তাঁর জীবনদর্শন এবং প্রেমের গভীরতা আজও ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। ভিড় বা কোলাহলের মাঝেও প্রিয় মানুষের অভাব যে কতটা তীব্র হতে পারে, তা তাঁর এই উক্তিটিতে স্পষ্ট।
হুমায়ূন ফরীদি বলেছিলেন, এই বিশাল পৃথিবীতে কত মানুষ, তবুও মন শুধু তোমার অনুপস্থিতিকেই খোঁজে।
কোটি মানুষের ভিড়েও প্রিয় মানুষটি পাশে না থাকলে পৃথিবীটা যে শূন্য মনে হয়, প্রেমিকের সেই চিরন্তন একাকীত্বের কথাই তিনি বলে গেছেন। প্রিয়জনের শূন্যতা যে কোনো ভিড় দিয়েই পূরণ করা সম্ভব নয়, ফরীদির এই গভীর অনুভব বিরহী প্রেমিকদের মনের কথাই যেন প্রতিধ্বনি করে।
কেএন/এসএন