'মোল্লা বাড়ির বউ'-এর মতো সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পরেও কেন আর বড় পর্দার পরিচালনায় দেখা গেল না সালাহউদ্দিন লাভলুকে? দীর্ঘদিনের এই প্রশ্নের উত্তর অবশেষে দিলেন তিনি। জানালেন, মানের সঙ্গে আপস করতে না চাওয়াই ছিল এর মূল কারণ।
সালাহউদ্দিন লাভলু বলেন, "মোল্লা বাড়ির বউ সিনেমার পর অনেক অনুরোধ এসেছিল... সিনেমা তো কম টাকায় করা যায় না। সিনেমা একটা রাজকীয় ব্যাপার। প্রতিটি ফ্রেমই গুরুত্বপূর্ণ। কম্প্রোমাইজ করে সিনেমা বানানো যায় না। এ কারণে আর সিনেমা করা হয়নি।"
তাঁর মতে, সিনেমা কোনো সস্তা বিনোদন নয়, এটি এক বিশাল ও রাজকীয় ক্যানভাস। পর্যাপ্ত বাজেট আর সাপোর্ট না থাকলে তাঁর ভিশন অনুযায়ী ভালো সিনেমা তৈরি অসম্ভব। জোড়াতালি দিয়ে বা 'কম্প্রোমাইজ' করে নিচু মানের কাজ করার চেয়ে কাজ না করাকেই শ্রেয় মনে করেছেন এই গুণী নির্মাতা। তাঁর এই সততা প্রমাণ করে, তিনি সস্তা খ্যাতির চেয়ে শিল্পের মানকে কতটা উঁচুতে রাখেন।
কেএন/এসএন