বলিউডের 'ধক ধক গার্ল' বা ডান্সিং ডিভা মাধুরী দীক্ষিত, যাঁর এক হাসিতেই ঘায়েল কোটি ভক্তের হৃদয়, তিনি শোনালেন তাঁর অন্দরমহলের কথা। পর্দায় তিনি যতই গ্ল্যামারাস সুপারস্টার হোন না কেন, নিজের বাড়ির চারদেয়ালে তিনি যে একান্তই সাধারণ এক গৃহিণী, সেটাই স্পষ্ট করলেন।
মাধুরী দীক্ষিত বলেন, "যখন আমি বাড়িতে ঢুকি, তারকা খ্যাতিকে বাইরে রেখে যাই। সেখানে আমি একেবারেই সাধারণ-একজন স্ত্রী, একজন মা। আর দশটা মানুষের মতোই।"
শুটিংয়ের সেট আর মেকআপের আস্তরণ সরিয়ে তিনি যখন বাড়ি ফেরেন, তখন তিনি কেবলই সন্তানদের মা এবং স্বামীর স্ত্রী। খ্যাতির অহংকার বা তারকার ভাবমূর্তি যাতে পারিবারিক সম্পর্কের মাঝে দেয়াল হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে তিনি অত্যন্ত সচেতন। সুপারস্টার হয়েও এমন সাধারণ ও মাটির কাছাকাছি জীবনযাপন করার এই মানসিকতাই তাঁকে ভক্তদের কাছে আরও শ্রদ্ধার পাত্রী করে তুলেছে।
কেএন/এসএন