গতকাল (৬ জানুয়ারি) জানা গিয়েছিল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপকদের প্যানেল থেকে বাদ পড়েছেন জনপ্রিয় উপস্থাপক রিধিমা পাঠক। এবার এই ইস্যুতে ভিন্ন দাবি করলেন এই ভারতীয় উপস্থাপক।
বুধবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে রিধিমা দাবি করেছেন, স্বেচ্ছায় বিপিএলের উপস্থাপক প্যানেল থেকে সরে গেছেন তিনি।
এই ভারতীয় উপস্থাপক লিখেছেন, ‘গত কয়েক ঘণ্টায় এমন একটি গল্প ছড়ানো হয়েছে যে আমাকে বিপিএল থেকে ‘বাদ’ দেওয়া হয়েছে। এটা সত্য নয়। আমি নিজেই ব্যক্তিগত সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছি। আমার কাছে দেশই সবার আগে- সব সময়। আর কোনো একক দায়িত্বের চেয়ে ক্রিকেট খেলাটাকেই আমি অনেক বেশি মূল্য দিই। সততা, সম্মান ও আবেগ নিয়ে বহু বছর ধরে এই খেলাকে সেবা করার সৌভাগ্য আমার হয়েছে- এটা বদলাবে না। আমি সবসময়ই নৈতিকতা, স্বচ্ছতা এবং খেলাটির মূল্যবোধের পক্ষে দাঁড়িয়ে থাকব।’
তিনি যোগ করেন, ‘যারা সমর্থন জানিয়ে যোগাযোগ করেছেন- সবার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের বার্তাগুলো আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়। ক্রিকেট সত্যটাই প্রাপ্য। ব্যস। আমার পক্ষ থেকে আর কোনো মন্তব্য নেই।’
২০২৪ এর আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্রমাবনতি ঘটেছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ হিন্দুত্ববাদীদের। এর মধ্যেই ৯.২ কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে মিনি নিলাম থেকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তাকে বাদ দেয়ার জন্য হিন্দুত্ববাদীরা ক্রমাগত হুমকি দিয়ে আসছিল। অবশেষে গত শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআইয়ের হস্তক্ষেপে এই বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা।
এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি বাংলাদেশ। যে কারণে বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির সম্পর্ক তলানিতে নেমে এসেছে। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অপারগতা প্রকাশ করে নিরপেক্ষ ভেন্যুতে খেলার আবেদন জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে। এরপর গত সোমবার (৫ জানুয়ারি) আইপিএল সম্প্রচারে দেশীয় অপারেটরদের নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ সরকার।
এমআই/এসএন