নিকোল কিডম্যান ও কিথ আরবানের ২০ বছরের দাম্পত্য জীবন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। টেনেসির ন্যাশভিলের একটি আদালত মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) তাদের বিবাহবিচ্ছেদের চূড়ান্ত আদেশ জারি করেছেন, যার ফলে এই দুই সুপারস্টার এখন আইনত অবিবাহিত।
অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান গত সেপ্টেম্বরে (২০২৫) বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। আদালতের নথি অনুসারে, দম্পতি আগেই সম্পত্তি ভাগাভাগি এবং সন্তানদের হেফাজত নিয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছেছিলেন।
তারা উভয়েই সন্তান ও স্ত্রী/স্বামীর ভরণপোষণের দাবি ত্যাগ করেছেন এবং যৌথ সম্পত্তি প্রায় সমানভাবে ভাগ করে নিয়েছেন।
৫৮ বছর বয়সী কিডম্যান এবং আরবানের দুইজন কিশোরী কন্যা-সানডে রোজ (১৭) এবং ফেইথ মার্গারেট (১৫) রয়েছে। সমঝোতা অনুসারে, কিডম্যান সন্তানদের প্রধান আবাসিক অভিভাবক হবেন এবং মেয়েরা বেশিরভাগ সময় তার সঙ্গে ন্যাশভিলে থাকবে। তবে আরবানও নিয়মিত সময় কাটাবেন তাদের সঙ্গে।
অস্ট্রেলিয়ান এই দুই তারকা ২০০৫ সালে লস অ্যাঞ্জেলেসে পরিচিত হন এবং ২০০৬ সালে সিডনিতে বিয়ে করেন। দুই দশকের সম্পর্কে তারা লাল গালিচায় একসঙ্গে উজ্জ্বল উপস্থিতি দেখিয়েছেন। আরবান কিডম্যানের সঙ্গে অস্কারে গিয়েছেন, আর কিডম্যান তার সঙ্গে কান্ট্রি মিউজিক অনুষ্ঠানে। যদিও মাঝে মাঝে তাদের কিছু বৈবাহিক সমস্যা প্রকাশ্যে এসেছে, বিচ্ছেদের খবর অনেককে চমকে দিয়েছে।
এটি আরবানের প্রথম এবং কিডম্যানের দ্বিতীয় বিবাহবিচ্ছেদ; তিনি আগে টম ক্রুজের সঙ্গে ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন।
বিচ্ছেদের পর কিডম্যান নতুন বছরে মেয়েদের সঙ্গে সময় কাটিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন, যেন অতীত ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার ইঙ্গিত।
সূত্র: এনডিটিভি
আরআই/ এসএন