ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের বিয়ের প্রস্তুতি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ভারতীয় গণমাধ্যম দ্য স্টেটসম্যান-এর প্রতিবেদনে জানানো হয়েছে, অর্জুন আগামী মার্চে বিয়ে করতে যাচ্ছেন। তার হবু স্ত্রী সানিয়া চাঁদখোক।
প্রতিবেদন অনুযায়ী, বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। আয়োজনটি হবে ব্যক্তিগত পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের নিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। জানা গেছে, বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু হবে ৩ মার্চ থেকে। মূল বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৫ মার্চ।
এর আগে গত বছরের আগস্টে অর্জুন ও সানিয়ার বাগদান সম্পন্ন হয়। সেটিও ছিল একান্ত পারিবারিক আয়োজন।
সানিয়া চাঁদখোক পেশায় ভেটেরিনারি টেকনিশিয়ান ও উদ্যোক্তা। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আড়ালে থাকতে পছন্দ করেন অর্জুন টেন্ডুলকার।
ছেলের বিয়েকে ঘিরে শচীন টেন্ডুলকার পরিবারে আনন্দের আবহ বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এসকে/টিএ