নেইমার জুনিয়র সান্তোসের সাথে চুক্তি বাড়িয়েছেন। ২০২৬ সালের শেষপর্যন্ত শৈশবের ক্লাবেই থাকবেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার। চুক্তির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে লিখেছেন, সান্তোর আমার ঘর।
‘২০২৫ সাল আমার জন্য বিশেষ এবং চ্যালেঞ্জিং ছিল… আনন্দের এবং বাধা দূর করার যা আমাকেই করতে হয়েছে। ধন্যবাদ তোমাদের ভালোবাসার জন্য।’
‘২০২৬ সাল এসেছে এবং ভাগ্যের কোন পরিবর্তন আসেনি। সান্তোস আমার ঘর। এখানেই আমার ঘর, নিরাপদ এবং খুশি আছি। আমি তোমাদের সাথে থেকেই আমার স্বপ্নের বাকিটা পূরণ করতে চাই।’
৩৩ বর্ষী নেইমার গত বছরের জানুয়ারিতে সান্তোসে ফেরেন। চোট এবং নানা সমস্যায় জর্জরিত হওয়ার পরও ক্লাবকে অবনমন থেকে বাঁচিয়েছেন। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে নামতে পারেননি তিনি।
বার্সেলোনা এবং প্যারিস সেইন্ট জার্মেইনের সাবেক ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলার আশা করছেন। সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারকে বিবেচনা করবেন যদি তিনি পুরোপুরি সুস্থ থাকেন।
আরআই/ টিএ