শীতের মরসুম। এই সময় অনেক টলিতারকা অনেক অনুষ্ঠান করতে যান শহরতলি, গ্রামের বিভিন্ন জায়গায়। সম্প্রতি, মথুরাপুরে অনুষ্ঠান করতে এসেছিলেন অভিনেতা গোবিন্দ। তাঁর সঙ্গে ছিলেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। বলি অভিনেতার সঙ্গে মঞ্চে অনুষ্ঠান করে কেমন অভিজ্ঞতা হল নায়িকার?
ইধিকা বললেন, “ছোটবেলা থেকে ওঁর ছবি দেখে, গান শুনে বড় হয়েছি। খুব উত্তেজিত ছিলাম। খুবই ভাল অভিজ্ঞতা। উনি আমাকে আগামী ছবির জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। এখনও অনেক অনুষ্ঠানে ওঁর গান বাজে। সেখানে ওঁর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিয়ে খুবই ভাল লাগছে। উপরি পাওনা ছিল ওঁর গানের তালে পা মেলানো। উনি বলেছেন, আমার ‘কিশোরী’ গানটি শুনেছেন। ভাল লেগেছে। সেই প্রশংসা শুনে আমারও খুব ভাল লেগেছে।”
‘খাদান’ ছবির মাধ্যমে টলিপাড়ায় নায়িকা নিজের জমি শক্ত করেন। এত দিন কেটে গেলেও এখনও সেই ছবির গান সর্বত্র বাজে। সম্প্রতি ‘প্রজাপতি ২’ ছবিতে ইধিকার অভিনয় দর্শকের নজর কাড়ে। দেব-ইধিকার জুটিও অনুরাগীদের অন্যতম প্রিয়। ইধিকার আগামী ছবি নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এখন অভিনেত্রী বিভিন্ন অনুষ্ঠান করতেই ব্যস্ত।
এসএন