ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী ২০২৬ সালের দুর্গাপুজোয় বড়পর্দায় ফের কামব্যাক করতে চলেছেন। ব্যক্তিগত সমীকরণ ভুলে, বাংলা ছবির স্বার্থে দুই তারকা আবার একসঙ্গে কাজের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন পর আবার একসঙ্গে দেব-শুভশ্রী এই খবরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা এবং ভক্তদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
দুই তারকার পুনর্মিলন মূলত ‘ধূমকেতু’ ছবির সাফল্যের ফল। ছবিটি প্রায় এক দশক আটকে থাকার পর ২০২৫ সালের অগাস্টে মুক্তি পায় এবং বক্স অফিসে বিপুল সাফল্য অর্জন করে। এই সাফল্য নতুন করে ভাবতে বাধ্য করেছে ইন্ডাস্ট্রিকে, যার প্রভাবে দেব-শুভশ্রী আবার কাজের জন্য সম্মতি দিয়েছেন। নতুন বছরের শুরুতেই দেব নিজেই নিশ্চিত করেছেন, পুজোর সময় বড় চমক নিয়ে ফিরছে দেশু জুটি। যদিও ছবির নাম, গল্প বা পরিচালক নিয়ে এখনও কোনো ঘোষণা করা হয়নি। শুভশ্রীর মনোযোগ আপাতত ২০২৫ সালের ২৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে, যেখানে তিনি ‘বিনোদিনী’ চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।
রাজ চক্রবর্তীরও প্রতিক্রিয়া জানা গেছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “দেশু জুটিই বলুক। আমি ছবিটির কোনও অংশ নই। আমি পরিচালনা করছি না।” এছাড়া তিনি জানান, শোনা যাচ্ছে নতুন ছবির পরিচালনায় থাকতে পারেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
দুই তারকার অতীত সম্পর্ক, বিচ্ছেদ ও পুনর্মিলন সবসময়ই আলোচনার বিষয় হয়ে এসেছে। ‘ধূমকেতু’র প্রচারে নৈহাটির বড় মায়ের মন্দিরে একসঙ্গে পুজো দেওয়া, একই মঞ্চে হাজির হওয়া এবং একে অপরকে নিয়ে ঠাট্টা-সব মিলিয়ে দেশু ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। যদিও পরে এক মন্তব্য ঘিরে দূরত্ব তৈরি হয়েছিল, এবার সেই সমস্ত জল্পনায় ইতি টেনে ২০২৬-এর পুজোয় ফের বড় ধামাকা দিতে প্রস্তুত দেব-শুভশ্রী।
পিআর/টিএ