ইন্ড্রাস্টির অ্যাকশন হিরোর তালিকায় শাহিদ কাপুরের নাম শীর্ষে। প্রায় দুই দশকের বেশি সময় ধরে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেছে শাহিদ। প্রকাশ পেল আসন্ন সিনেমা ‘ও রোমিও’ তে শাহিদের উন্মাদনায় ভরা লুক যেখানে ভালোবাসা নয়, ধ্বংস নিয়ে আসছে তিনি।
শুক্রবার (৯ জানুয়ারি) শাহিদ কাপুর সোশ্যাল মিডিয়ায় ‘ও রোমিও’র প্রথম লুক শেয়ার করে শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি লেখেন, ‘ও রোমিও ও রোমিও, কোথায় তুমি, ও রোমিও!’, ‘ও রোমিও’ জগতের এক ঝলক দেখুন।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, রক্তে ভেজা এক ভয়ংকর রূপে শাহিদ কাপুর। তার রক্তে ভেজা মুখ, গলায় ও হাতে কাটা-ছেঁড়ার চিহ্ন স্পষ্ট। শরীরজুড়ে ছড়িয়ে থাকা রক্তাক্ত হাতের ছাপ, চোখে এমন এক দৃষ্টি যেখানে রাগ, পাগলামি আর বিজয়ের উল্লাস একসঙ্গে মিশে গেছে। চিৎকার করতে থাকা শাহিদের চোখে-মুখে ধরা পড়েছে তীব্র আবেগ। কালো রঙের আধা খোলা শার্ট, বেল্ট, আংটি, ব্রেসলেট ও চেইন পরে তিনি একেবারেই রুক্ষ ও আগ্রাসী চরিত্রে ধরা দিয়েছেন যা ছবির অন্ধকার ও আবেগঘন গল্পের ইঙ্গিত দেয়।
ছবিটি শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ থেকে অনুপ্রাণিত হলেও এটি আধুনিক প্রেক্ষাপটে নির্মিত একটি অন্ধকার ও হিংস্র প্রেমের গল্প। এতে ভালোবাসা, আসক্তি, রাগ ও বিশ্বাসঘাতকতার মতো বিষয় উঠে আসবে। ছবিতে শাহিদের বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি।
‘ও রোমিও’ নামটা যতটা কাব্যিক প্রথম ঝলকটা ততটাই ভয়ংকর, অস্থির আর বেপরোয়া রূপে দেখা গিয়েছে। ছবিটি পরিচালনা করছেন বিশাল ভারদ্বাজ। ‘ও রোমিও’ ভালবাসা দিবসের আগের দিন ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে।
আরআই/টিকে