সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৮০ বছর।
পরের দিন লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় তার জানাজা। ওই দিনই স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ৪৪ বছরের রাজনৗতিক ক্যারিয়ারে তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন।
কেএন/টিকে