চলমান বিপিএলে ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছেন সাইফ হাসান। ঢাকা ক্যাপিটালসের হয়ে ৪ ম্যাচ খেলে করেছেন মোটে ২৬ রান। সবশেষ আজকের ম্যাচে ছিলেন না একাদশেও। যদিও ম্যাচ শেষে নাসির হোসেন জানিয়েছেন, সাইফকে বাদ নয়, এক ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।
নাসিরের আশা দ্রুতই চেনা ছন্দে ফিরবেন সাইফ, ‘তাকে (সাইফকে) বাদ দেওয়া হয়নি, বিশ্রাম দেওয়া হয়েছে। ৩-৪ ম্যাচ দেখে আসলে কোনো প্লেয়ারকে জাজ করা যায় না। টি-টোয়েন্টি খেলায় আসলে নামলেই দেখা যায় ১০ বল হয়ে গেছে। আমার বিশ্বাস সে ফিরে আসবে। আমার মনে হয় ওর একটা ফ্লো দরকার। পাওয়ারপ্লেতে নামছে, শুরুর ৫-৭ বলে একটা বাউন্ডারি পেয়ে গেলে হয়ত সহজ হবে। হয়ত সেটা পাচ্ছে না। আমার বিশ্বাস সে কামব্যাক করবে আরকি।’
জাতীয় দলের ক্রিকেটারদের প্রাধান্য দেওয়ার ব্যাপারে নাসির বলেন, ‘আমাদের চেয়ে বেটার বলেই তো ওরা জাতীয় দলে আছে। জাতীয় দলের প্লেয়ার বাদেও ফাঁকা জায়গা আছে। পাওয়ারপ্লেতে তাসকিন (আহমেদ), (মোহাম্মদ) সাইফউদ্দিন বল করছে, স্পিনারদের মধ্যে আমিও বল করছি। আমার মনে হয় সবকিছুই ঠিকাছে।’
নাসির আরও বলেছেন, ‘আমাদের প্লেয়াররা যারা জাতীয় দল, বা দলের বাইরে আছে সবাই ১৯-২০। পুরা জাতীয় দল বাদ দিয়ে অন্য একটা জাতীয় দল খেলালেও ফলাফল ১৯-২০ হবে। উইকেট বোঝা অনেক জরুরি। কোন দিক থেকে সুইং করলে কী করা দরকার, ড্রাইভ খেলব কি খেলব না, এটা বুঝে খেললেই বেশি সফল হওয়ার সুযোগ থাকে।’
এসকে/টিএ