টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই লক্ষ্য বাস্তবায়নে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দ্বিতীয় দফা ইমেইল পাঠিয়েছে বোর্ড। প্রথমবার আইসিসি অনুরোধ প্রত্যাখ্যান করলেও দেশের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস না করার ঘোষণা দিয়েছে বিসিবি।
বোর্ড আজ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভেন্যু স্থানান্তরের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে আইসিসিকে পুনরায় চিঠি পাঠানো হয়েছে এবং বোর্ড এখন আইসিসির চূড়ান্ত জবাবের অপেক্ষায় রয়েছে। এর আগে বুধবার (৭ জানুয়ারি) আইসিসি জানিয়েছিল, বিশ্বকাপের মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা প্রায় অসম্ভব। তবে আইসিসির সেই আশ্বাস ও নিরাপত্তামূলক যুক্তি গ্রহণ করেনি বাংলাদেশ। বিসিবি আশা করছে, আগামী শনিবারের মধ্যে দ্বিতীয় চিঠির জবাব পাওয়া যাবে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও বোর্ড পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠক করেন আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে স্পষ্ট জানিয়ে দেন,ভারতে বর্তমানে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা টুর্নামেন্টের অপর আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে চাই। দেশের সম্মানের বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে রাজি নই।
প্রসঙ্গত, বিসিবির এই অনড় অবস্থানের সূত্রপাত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে আকস্মিকভাবে বাদ দেয়ার পর। বিসিসিআই-এর এমন সিদ্ধান্তে দুই দেশের ক্রিকেটীয় ও রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিসিবির যুক্তি হলো, বিশ্বকাপে কেবল ক্রিকেটাররাই নন, বিপুল সংখ্যক বাংলাদেশি সাংবাদিক, পৃষ্ঠপোষক ও দর্শক ভারতে যাবেন। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে সেখানে কাউকেই নিরাপদ মনে করছে না বোর্ড।
আইকে/টিএ