দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে শৃঙ্খলা ও পরিশ্রমের সংস্কৃতি বরাবরই অন্যরকম। অভিনেত্রী প্রিয়ামণি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দক্ষিণে কাজের দিন শুরু হয় ভোরে এবং দীর্ঘ শিফটে পরিচালিত হয়। তামিল, তেলেগু, কন্নড় সব ভাষার ছবিতেই ১২ ঘণ্টার শিফট স্বাভাবিক।
মালায়ালাম সিনেমায় এমনকি সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শুটিং করাটাই নিয়মিত ঘটনা। এ ধরনের কঠোর সময়সূচি এবং শৃঙ্খলাবদ্ধ কাজের পরিবেশে অভিনেতা-অভিনেত্রীদের ধৈর্য, ফোকাস এবং পরিশ্রমের মান দেখা যায়। প্রিয়ামণি জানিয়েছেন, এই দীর্ঘ দিনান্তর কাজের কারণে শারীরিক ও মানসিক প্রস্তুতি অপরিহার্য।
দক্ষিণী সিনেমার এ ধরনের সংস্কৃতি শুধু পেশাদারিত্বই শেখায় না, বরং শিল্পীর দক্ষতা, সময় ব্যবস্থাপনা এবং শারীরিক সহনশীলতাও বৃদ্ধি করে। অভিনেত্রীদের মতে, এই পরিশ্রমই সিনেমার মান বাড়াতে সহায়ক এবং দর্শককে নিরবচ্ছিন্ন বিনোদন দিতে সাহায্য করে।
পিআর/টিএ