নারী ফুটবল লিগে আজ পাঁচটি ম্যাচ ছিল। সকাল দশটা থেকে খেলা শুরু হয়ে সন্ধ্যা সাতটায় শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের শেষ ম্যাচের আকর্ষণই ছিল বেশি। তারকাখচিত রাজশাহী স্টারস বিকেএসপির মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রাজশাহী ৪-০ গোলে বিকেএসপিকে হারিয়েছে।
রাজশাহীর হয়ে হ্যাটট্রিক করেন আলপী আক্তার। আরেকটি গোল করেন বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার। ঋতুপর্ণা গত ম্যাচের মতো এই ম্যাচেও গোল পাননি। বিকেএসপি নারী ফূটবলাররা নিয়মিত প্রশিক্ষণ করলেও সিনিয়র ও অভিজ্ঞ ফুটবলারদের বিপক্ষে তেমন লড়াই করতে পারেননি। হ্যাটট্রিক গোলদাতা আলপী ম্যাচ সেরার পুরস্কার পান।
দিনের অন্য ম্যাচে সিরাজ স্মৃতিকে ১-০ গোলে হারায় ঢাকা রেঞ্জার্স। সদ্যপুষ্করণী ৯-০ গোলে জামালপুর কাচারীপড়াকে পরাজিত করে। আর্মি ৫-১ গোলে আনসার ভিডিপিকে এবং দিনের প্রথম ম্যাচে পুলিশ ১৫-০ গোলে গত আসরের চ্যাম্পিয়ন নাসরিনকে হারায়। সাগরিকা পাঁচ গোল করে ম্যাচ সেরা হন।
পিআর/টিএ